Home কক্সবাজার সুইমিং পুলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুইমিং পুলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

27
0

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউজে পরিত্যক্ত একটি সুইমিং পুলের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঝিলংজার পাওয়ার হাউজ সংলগ্ন বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমীর সুইমিং পুলে এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা খালাতো ভাই।

মারা যাওয়া শিশুরা হলো জানারঘোনা এলাকার রাশেদুল করিমের ছেলে রিয়ানুল করিম (৭) ও চাকমারকুল ইউনিয়নের শাহ মদরপাড়া এলাকার প্রবাসী রেজাউল করিমের ছেলে আবরার (৫)।

নিহত রিয়ানের পিতা রাশেদুল করিম জানান- আবরারের মা তার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে বেড়াতে আসে। সন্ধ্যার দিকে খালাতো ভাই আবরারের সঙ্গে বাড়ি থেকে বের হয় রিয়ান। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রশিক্ষণ একাডেমীর পরিত্যক্ত সুইমিং পুলে জলাশয়ে ওই দুজনকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক আরমান জানান, দুই ভাই-বোনের মধ্যে রিয়ান ছিল ছোট। আর আবরার ছিল মা–বাবার একমাত্র সন্তান। তাদের হারিয়ে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here