Home কক্সবাজার কক্সবাজার জেলা প্রশাসন শেখ রাসেলের জন্মদিনে সেমিনার ও পুরস্কার বিতরণ।

কক্সবাজার জেলা প্রশাসন শেখ রাসেলের জন্মদিনে সেমিনার ও পুরস্কার বিতরণ।

21
0

মোঃ-সালাহউদ্দীন উখিয়া কক্সবাজারঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় এর শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব মো: মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন চৌধুরী, উপপরিচালক স্থানীয় সরকার জনাব শ্রাবস্তী রায়, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: আবু তাহের প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব বিভীষণ কান্তি দাশসহ প্রমুখ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here